দুবাইফেরত বিমানে ১২ কেজি সোনা জব্দ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২১, ০১:৪৭
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১২ কেজি সোনা জব্দ করা হয়েছে। দুবাইফেরত ফ্লাইট বিজি-৪১৪৮–এর কার্গো হোল থেকে সোনাগুলো জব্দ করা হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলছে, সোনাগুলো অবৈধভাবে নিয়ে আসা হয়েছিল। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য সাড়ে আট কোটি টাকা। এ পর্যন্ত পাচারকারী কাউকে সনাক্ত করা যায়নি কিংবা কেউ আটক হননি।
সোমবার (২৫ অক্টোবর) সংবাদ সম্মেলন করবে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তাদের সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।