৩ দিনের সফরে পশ্চিমবঙ্গে তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২১, ০৪:১৯
তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে গিয়েছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। সফরের দ্বিতীয় দিনে বুধবার (২৭ অক্টোবর) সকালে তিনি মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস মিউজিয়ামসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।
বুধবার সকালে ড. হাছান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর স্বপ্নের প্রকল্প মোতিঝিলে (প্রকৃতি তীর্থ) যান। সেখানে প্রকৃতির মনোরম পরিবেশে বেশ কিছুটা সময় কাটান তিনি।
সেখান থেকে তথ্যমন্ত্রী নবাবি স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন হাজারদুয়ারি প্রায় দুই ঘণ্টা ধরে ঘুরে দেখেন। হাজারদুয়ারি থেকে বেরিয়ে প্রথমে নশিপুরে নবাবি আমলের ধনকুবের জগৎ শেঠের বাড়ি এবং শেষে মুর্শিদকুলি খাঁ নির্মিত কাটরা মসজিদ ঘুরে দেখেন তিনি। দুপুরে বহরমপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হন তিনি।
উল্লেখ্য, তিন দিনের সফরে মঙ্গলবার (২৭ অক্টোবর) মুর্শিদাবাদ আসেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।