স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েবের ঘটনায় আটক ৬
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২১, ০২:৫৭
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েবের ঘটনায় ছয় জনকে আটক করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার (৩১ অক্টোবর) আটকের পর তাঁদের সিআইডির হেফাজতে নেওয়া হয়েছে। সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পুলিশ সুপার মো. কামরুজ্জমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মোট ছয় জনকে নথি গায়েবের ঘটনায় আটক করা হয়েছে। আটকের পর তাঁদের সিআইডির হেফাজতে নেওয়া হয়েছে। এ নথি গায়েবের ঘটনায় তাঁরা জড়িত কি না, তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা সম্পৃক্ত না থাকলে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের ছেড়ে দেওয়া হবে।
এর আগে, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর রাজধানীর শাহবাগ থানায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে ১৭টি নথি গায়েব হওয়ায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে মন্ত্রণালয়।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।