ভোগান্তি নিয়েই গন্তেব্যের উদ্দেশে মানুষ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২১, ০১:২৩
ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো চলছে পরিবহন মালিকদের ধর্মঘট। বাস ও ট্রাক বন্ধের সঙ্গে শনিবার (৬ নভেম্বর) লঞ্চও যোগ হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান খোলা থাকায় রবিবার (৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গণপরিবহন না থাকায় বিকল্প পরিবহনে (সিএনজি, অটোরিকশা, রিকশা, বাইক) দ্বিগুণ-তিনগুণ ভাড়ায় অফিস গিয়েছেন তারা। পিকআপ বা ভ্যানে করেও যাত্রা করতে দেখা গেছে অনেক্কে। অনেকেই আবার ভাড়া বেশি হওয়ায় হেঁটেই গন্তেব্যের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। বিশেষ করে বৃদ্ধ, নারী ও শিশুরা পড়েছেন বেকায়দায়। পরিবহন না থাকায় তাদেরকে হেঁটেই যেতে দেখা গেছে।
অন্যদিকে বিভিন্ন গন্তব্যে বিআরটিসি বাস চললেও অতিরিক্ত ভিড়ে অনেকে উঠতেই পারছেন না। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে বলতে পারছে না কেউ। সরকারের পক্ষ থেকে পরিবহন মালিকদের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। আর মালিক পক্ষ বলছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।