শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

এসকে সিনহার ১১ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১, ০৩:০৯

এসকে সিনহার ১১ বছরের কারাদণ্ড

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে তা আত্মসাত ও পাচারের দায়ে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে (এস কে সিনহা) ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দুই দফায় রায়ের তারিখ পিছানোর পর ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম মঙ্গলবার (৯ নভেম্বর) আলোচিত এই রায় ঘোষণা করেন। এই মামলার অপর ১০ আসামির মধ্যে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং দুইজনকে খালাস দিয়েছেন আদালত।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী বোরহান উদ্দিন, শাহীনুর ইসলাম অনিসহ কয়েকজন। আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে পিপি অ্যাডভোকেট মীর আহমেদ আলী সালাম।

এস কে সিনহার ৭৮ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। এর আগে এই মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল ২১ অক্টোবর। বিচারক সেদিন রায় ঘোষণা না করে ৯ নভেম্বর পরবর্তী রায়ের জন্য দিন ধার্য করেন। এ নিয়ে দুই দফায় এসকে সিনহার রায় ঘোষণার তারিখ পেছায়।

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top