অ্যাস্ট্রাজেনেকার ৪৮ লাখ টিকা দিচ্ছে পোল্যান্ড-সৌদি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১, ২৩:৪৯
বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ৪৮ লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে পোল্যান্ড ও সৌদি আরব। এর মধ্যে পোল্যান্ড দিচ্ছে ৩৩ লাখ ডোজ আর সৌদি আরব দিচ্ছে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ।
মঙ্গলবার (৯ নভেম্বর) এএসএসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরবে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূত জানিয়েছেন, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রিলিফ ফান্ড থেকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ফ্রি পাচ্ছি। দুই থেকে তিন দিনের মধ্যে এই টিকার চালান বাংলাদেশে পৌঁছাবে বলে সৌদি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে।
পোল্যান্ডের দেয়া ৩৩ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তহবিল থেকে দেয়া হচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।