বাংলাদেশ-ফ্রান্স সমঝোতা স্মারক সই
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১, ০২:০২
বাংলাদেশ-ফ্রান্সের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে দু'দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। এই সম্মতিপত্র সই এর মাধ্যমে দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর দক্ষতা বাড়ানোর জন্য আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তি বিনিময়ের মতো বিষয়গুলো যুক্ত রয়েছে।
পাঁচ দিনের সফরে ফ্রান্সে পৌঁছে সেদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ম্যাটিগননে পৌঁছালে প্রধানমন্ত্রী জঁ ক্যাসট্যাক্স তাকে স্বাগত জানান। এর আগে প্যারিস পৌঁছালে বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান হয়। দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা।
এরপর ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেও প্রেসিডেনশিয়াল গার্ডের একটি সুসজ্জিত দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।