হাসান আজিজুল হককে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২১, ০৩:৫২

হাসান আজিজুল হককে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় শহীদ মিনার চত্বরে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে শুরুতেই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানান রাজশাহী জেলা প্রশাসক।

পরে একে একে তার স্বজন, কবি, সাহিত্যিক, ভক্ত অনুরাগী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা শ্রদ্ধা নি‌বেদন করেন।

এর আগে, সোমবার (১৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটির (বিহাস) বাসভবন উজান-এ তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top