একদিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১২৯ জন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২১, ০৬:২৪
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১২৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত ১০৩ জন রাজধানীর বাসিন্দা ও ঢাকার বাইরের হাসপাতালে ২৬ জন চিকিৎসাধীন।
১৮ নভেম্বর (বৃহস্পতিবার) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৫৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ৪৪৫ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১১০ জন রোগী ভর্তি রয়েছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগির সর্বমোট ২৬ হাজার ১২৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫ হাজার ৪৭৬ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গুতে ৯৮ জন মারা গেছেন।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: ডেঙ্গু ডেঙ্গুজ্বর ডেঙ্গুতে মৃত্যু
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।