বাংলাদেশ-মালদ্বীপ আকাশপথে ইউএস-বাংলার ফ্লাইট চালু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১, ০৩:৪৫

বাংলাদেশ-মালদ্বীপ আকাশপথে ইউএস-বাংলার ফ্লাইট চালু

ঢাকা-মালে রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপে আকাশপথে যোগাযোগের নতুন দিগন্তের সূচনা হলো বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

শুক্রবার (১৯ নভেম্বর) ১২৯ জন যাত্রী নিয়ে সকাল ১০টা ৫৫ মিনিটে মালের উদ্দেশে ঢাকা ছাড়ে দেশের সর্ববৃহৎ বেসরকারী বিমান সংস্থাটির বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল ভবনে ইউএস-বাংলার ঢাকা-মালে ফ্লাইট শুরুর আগে ফিতা কেটে শুক্রবার সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, কভিড-১৯ কালীন সময়ে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ ও মালদ্বীপের দু’দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা থেকে মালে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে উদ্বোধনী ফ্লাইট পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন প্রতি মঙ্গল, শুক্র ও রবিবার ঢাকা থেকে সরাসরি মালে ফ্লাইট পরিচালিত হবে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top