আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ বৈঠকে বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১, ২৩:৫১

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ বৈঠকে বসছে ইসি

আসন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশেষ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভাটি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে উপস্থিত থাকার জন্য মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)/আনসার ও ভিডিপি/ডিজিএফআই/এনএসআইয়ের মহাপরিচালক, ঢাকার বিভাগীয় কমিশনার, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক, ঢাকা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বিবৃতি অনুযায়ী, তৃতীয় ধাপ ও পরের ধাপের ইউপি নির্বাচন ও ১২টি পৌরসভা সাধারণ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। সিইসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top