"জাহাঙ্গীরের সঙ্গে সম্পর্ক রক্ষাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে"
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২১, ০২:০২
গাজীপুর মহানগর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঙ্গে মহানগর আওয়ামী লীগের যেসব নেতাকর্মী রাজনৈতিক সম্পর্ক রেখেছেন তদন্ত সাপেক্ষ তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে জানানো হয়েছে এ সিদ্ধান্তের কথা।
রোববার সন্ধ্যায় শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে মহানগর কমিটির বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঙ্গে আওয়ামী লীগের কারো কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, তার সঙ্গে আওয়ামী লীগের কেউ কোনো সম্পর্ক রাখতে পারবে না। জাহাঙ্গীরের সঙ্গে সম্পর্ক রক্ষাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ওসমান আলীকে কমিটির প্রধান করে ১১ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দুই ভাগে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। এর একটি জাহাঙ্গীর আলমকে শোকজ করার পর বহি ষ্কারের আগ পর্যন্ত দলীয় নেতাকর্মীদের কার কী ভূমিকা ছিল সেটি নির্ধারণ করবে। অপরটি জাহাঙ্গীর আলমকে বহিষ্কারের পর তার সঙ্গে সংগঠনের কোনো নেতাকর্মীর যোগাযোগ আছে কিনা বা কার কী ভূমিকা ছিল সেটি অনুসন্ধান করে তদন্ত প্রতিবেদন দেবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।