আবরার হত্যা মামলার রায় আজ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২১, ০০:০৪
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র চাঞ্চল্যকর হত্যা মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। বুধবার (৮ ডিসেম্বর) এ রায় ঘোষণা করার কথা রয়েছে।
২৮ নভেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত রায়ের জন্য এ তারিখ ধার্য করেছিলেন। এর আগে ২৮ নভেম্বর রায় প্রস্তুত না হওয়ায় ৮ ডিসেম্বর রায় ঘোষণার তারিখ পেছানো হয়। এদিকে এ মামলার রায়ে ন্যায়-বিচার পাওয়া বিষয়ে আশাবাদ জানিয়েছেন রাষ্ট্র ও আসামিপক্ষ। রায়ের তারিখ ঘোষণার আগে চার্জশিটের ৬০ জন সাক্ষির মধ্যে ৪৬ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।
২৫ আসামির মধ্যে কারাগারে ২২ আসামি। পলাতক রয়েছেন তিন আসামি। আসামিদের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আটজন। ইতিমধ্যেই তাদের হাজির করা হয়েছে আদালতে। আবরারের বাবাও উপস্থিত আছেন আদালতে। এই রায় কে ঘিরে আশেপাশের এলাকা জুড়ে জরদার করা হয়ে নিরাপত্তা ব্যবস্থা।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।