শিগগিরই বুস্টার ডোজ দেওয়া শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১, ০৫:০০
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে শিগগির বুস্টার ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতালে ভিটামিন-এ টিকা ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।
তিনি বলেছেন, দেশে দক্ষিণ আফ্রিকার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় দ্রুত সবাইকেই টিকা নিতে হবে। শিগগির টিকা নেওয়া ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়া শুরু করব। করোনায় ৬০ বছরের বেশি বয়সীদের মৃত্যুঝুঁকি বেশি থাকেয় এই বয়সী জনগোষ্ঠীকে টিকার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানান মন্ত্রী।
করোনা প্রতিরোধে দুই ডোজের টিকা নিয়েছেন এমন অনেকেরই ছয় মাস পেরিয়েছে, যাদের শরীরের অ্যান্টিবডি অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্বব্যাপী করোনার নতুন নতুন ধরনের সংক্রমণ বাড়ার আশঙ্কা তৈরি করছে। এই অবস্থায় বয়স্ক ও কোমরবিডিটিতে আক্রান্ত রোগীদের সংক্রমণ ঠেকাতে বুস্টার ডোজ প্রয়োগে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে করোনার যেসব টিকা দেওয়া হচ্ছে তা ওমিক্রন ঠেকাতে ভূমিকা রাখবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে ওমিক্রনের নেতিবাচক প্রভাব রোধে সবাইকে টিকা গ্রহণের আহ্বান জানান তিনি।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।