দেশে ফিরলেন ডা. মুরাদ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ০৮:৪৫
কানাডার পর দুবাইয়ে ঢুকতে ব্যর্থ হয়ে অবশেষে দেশে ফেরত এলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। রবিবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে এমিরেটসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের এড়াতে মুরাদ হাসান আন্তর্জাতিক টার্মিনাল ব্যবহার না করে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বের হন। তিনি সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিমানবন্দর ত্যাগ করেন। এর আগে রবিবার (১২ ডিসেম্বর) সকালেই দুবাই থেকে তার ঢাকায় পৌঁছার কথা ছিল, কিন্তু সেই ফ্লাইটে তিনি আসেননি।
একাধিক সূত্র জানায়, ডা. মুরাদ দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮২) বিমানে দেশে ফিরছেন সকাল ৭টা ৫৬ মিনিটের ফ্লাইটে এমন খবরে সাংবাদিকরা ভোর থেকেই ভিড় করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কিন্তু বিমানবন্দরের একটি সূত্র নিশ্চিত করে, নির্ধারিত বিমানটি ল্যান্ড করলেও এই ফ্লাইটে ডা. মুরাদ হাসান আসেননি।
এর আগে, কানাডায় প্রবেশে ব্যর্থ হওয়ার পর দুবাইয়ের ভিসা পাওয়ার চেষ্টায় করছিলেন ডা. মুরাদ। কিন্তু সেই চেষ্টায়ও ব্যর্থ হন তিনি। পরে দুবাইয়ের ভিসা না পেয়ে শেষমেশ রবিবার দেশে ফেরার সিদ্ধান্ত নেন মুরাদ।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: ডা. মুরাদ তথ্য প্রতিমন্ত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর murad murad hasan shahjalal international airport
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।