বরিশালে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা খারিজ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ০২:৪৮
ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলা খারিজ করে দিয়েছেন আদালতের বিচারক গোলাম ফারুক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ন মন্তব্য করায় মামলাটি দায়ের করেছিলেন বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম।
এর আগে, সোমবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টায় দায়েরকৃত এ মামলায় আসামি করা হয় ভার্চুয়াল টকশোর উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলালকেও। মামলা দায়েরের সময় বাদী আবুল কালামের সাথে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোমবার মামলা করার আগে মামলার বাদী আবুল কালাম জানান, মুহাম্মদ মহিউদ্দিন হেলালের ভার্চুয়াল টকশোতে অংশ নিয়ে ডা. মুরাদ হাসান ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অশ্লীল ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্য করেন। এছাড়াও বিভিন্ন সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমনাকে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করেছেন ডা. মুরাদ। তাই তিনি মামলাটি দায়ের করেছিলেন।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: ডা. মুরাদ সাইবার ট্রাইব্যুনাল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।