ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ শুরু আজ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ০২:১৪
নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের লক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ শুরু হচ্ছে আজ। সোমবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় বঙ্গভবনে এ সংলাপ শুরু হবে।
প্রথম দিনই রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসবেন সংসদে প্রতিনিধিত্বকারী প্রধান বিরোধীদল জাতীয় পার্টির সঙ্গে।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, নির্বাচন কমিশনে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গেই রাষ্ট্রপতি আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন। খুব অল্প সময়ের মধ্যেই সংলাপ শেষ করার প্রস্তুতি রয়েছে।
এ বিষয়ে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, প্রধান বিরোধীদল জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার বঙ্গভবনে আলোচনায় বসবে।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: ইসি রাষ্ট্রপতি বঙ্গভবন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।