ডিসেম্বরের শেষে প্রকাশ হবে এসএসসির ফলাফল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১, ০৪:০৩

ডিসেম্বরের শেষে প্রকাশ হবে এসএসসির ফলাফল

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২৮ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে। এছাড়া ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন শিক্ষাবর্ষের বিনা মূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।

ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, এ মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।

শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর শহরের কদমতলা এলাকার নিজ বাসভবনে আওয়ামী লীগ নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের মাধ্যমে দুস্থ অসহায় মানুষের জন্য শীতবস্ত্র বিতরণকালে শিক্ষামন্ত্রী এ কথা জানান। এদিকে করোনা পরিস্থিতি বুঝে মার্চ মাস থেকে পুরোপুরি শ্রেণি কার্যক্রম চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

করোনার নতুন ধরন ওমিক্রন পরিস্থিতি আগামী মার্চ মাস পর্যন্ত মনিটরিং করা হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ওমিক্রন নিয়ন্ত্রণে থাকলে মার্চ মাসের পর স্বাভাবিক শ্রেণি পাঠদান শুরু করা হবে। এর আগ পর্যন্ত বর্তমান নিয়মে ধাপে ধাপে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে। মার্চের আগ পর্যন্ত আমরা বিষয়টি মনিটরিং করবে।

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top