একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ৩১ জন, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ০৬:১০

একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ৩১ জন, মৃত্যু ১

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৩১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ৩১ জনের মধ্যে ঢাকার সরকারি হাসপাতালে ও বেসরকারি হাসপাতালে দুইজন এবং ঢাকার বাইরের হাসপাতালের ২৯ জন ভর্তি রয়েছেন। এছারা ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

২৮ ডিসেম্বর (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগির সর্বমোট সংখ্যা ২৮ হাজার ৪২৫ জন। তাদের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১০৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৫৭ জন।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top