প্রধান বিচারপতি হলেন হাসান ফয়েজ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ১৩:০৯

প্রধান বিচারপতি হলেন হাসান ফয়েজ সিদ্দিকী

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারক হাসান ফয়েজ সিদ্দিকী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, শপথ গ্রহণের তারিখ থেকে প্রধান বিচারপতির নিয়োগ কার্যকর হবে।

সৈয়দ মাহমুদ হোসেন অবসরে যাওয়ায় বৃহস্পতিবার হাসান ফয়েজ সিদ্দিকীকে বিচারাঙ্গনের প্রধান পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি।

উল্লেখ্য, ৬৫ বছর বয়সী হাসান ফয়েজ সিদ্দিকী দেশের ২৩তম প্রধান বিচারপতি হলেন। তার বড় ভাই আবু বকর সিদ্দিকী আপিল বিভাগের বিচারপতি ছিলেন।

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top