আপাতত লকডাউনের কোন পরিকল্পনা নেই সরকারের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২২, ০৫:৫০
আপাতত সরকারের লকডাউনের কোন পরিকল্পনা নেই। তবে সংক্রমণ যাতে বেশি করে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য দোকানপাট এবং সুপার মার্কেট রাত দশটার পরিবর্তে ৮টার মধ্যে বন্ধ করতে অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, গত বছরের জুলাই থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত বিশ্বজুড়ে করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেশ কমে গিয়েছিল। হঠাৎ করে নভেম্বরের শেষ দিকে এসে করোনার আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনে নাস্তানাবুদ বিশ্ব। ডেলটা ভ্যারিয়েন্ট তো আছেই। এরই মধ্যে ওমিক্রন ও ডেলটার দাপটকে ‘সুনামি’ আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষ করে ওমিক্রন ও ডেলটার দাপটে যুক্তরাষ্ট্র আর ইউরোপে নতুন নতুন রেকর্ড গড়ছে। পার্শ্ববর্তী দেশ ভারতও এক্ষেত্রে পিছিয়ে নেই।
এছাড়া, সবাইকে নিয়মিত মাস্ক পরার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান মন্ত্রী। বিশেষ প্রয়োজন ছাড়া জনসমাগম এড়িয়ে চলার জন্যও বলেন তিনি।
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।