শিল্পকলার ডিজিকে তলব করেছে দুদক
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২২, ০৪:৩০
ভুয়া বিল তৈরি করে শত কোটি টাকা আত্মসাৎ, বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনসহ একাধিক অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জানা গেছে, বুধবার (৫ জানুয়ারি) বিগত দুই অর্থবছরের বাজেট, ব্যয় ও ভার্চুয়াল অনুষ্ঠানের নথিপত্র চেয়ে তাকে তলব করে নোটিশ পাঠিয়েছে দুদক। নোটিশে লিয়াকত আলী লাকীকে ১৬ জানুয়ারি সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে সংস্থাটির উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিমের কাছে বক্তব্য দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সোমবার শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাৎসহ বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য টিম গঠন করে দুদক।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: বাংলাদেশ শিল্পকলা একাডেমি লিয়াকত আলী লাকী বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী দুর্নীতি দমন কমিশন দুদক
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।