আপাতত বন্ধ হচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২২, ০২:০০
দেশে কয়েক দিন ধরে করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এমন অবস্থায় শিক্ষপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার (১০ জানুয়ারি) সকালে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না। আমরা স্বাস্থ্যবিধির ওপর জোর দিচ্ছি। পরিস্থিতি খারাপের দিকে গেলে পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, যখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছিলাম তার থেকে আমরা এখন ভালো অবস্থায় আছি। তখন কোনো টিকা ছিল না, এখন প্রায় সবাই টিকার আওতায় চলে এসেছে। এখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে না। স্বাস্থ্যবিধি মানার বিষয়টি জোরদার করা হবে। সীমিত পরিসরেই চলবে শিক্ষাপ্রতিষ্ঠান।
এর আগে ৯ (রবিবার) রাতে প্রায় দেড় ঘণ্টাব্যাপী জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক হয় শিক্ষা মন্ত্রণালয়ের। বৈঠকে টেকনিক্যাল কমিটির সদস্যরা শিক্ষামন্ত্রীকে নানান ধরনের পরামর্শ প্রদান করেন।
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।