শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ইউরোপীয় পার্লামেন্ট প্রেসিডেন্টের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২২, ০০:২৬

ইউরোপীয় পার্লামেন্ট প্রেসিডেন্টের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১১ জানুয়ারি) ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলকে দেওয়া এক চিঠিতে তিনি এই শোক প্রকাশ করেন।

ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলকে পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সাসোলি একজন সহানুভূতিশীল সাংবাদিক ও ইইউ পার্লামেন্টে একজন অসাধারণ প্রেসিডেন্ট ছিলেন। সাসোলির কর্মকাণ্ড বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা এগিয়ে নিতে এবং জোরদার করার লক্ষ্যে সারাবিশ্বে সংসদীয় গণতন্ত্রকে অনুপ্রাণিত করে যাবে।

প্রধানমন্ত্রী সাসোলির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top