সাকরাইন উৎসবে ফানুস নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২২, ২১:৫৬
পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবে আতশবাজি ও ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা দিতে চলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১৪ জানুয়ারি) এ উৎসব অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ডিএমপি পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘সাকরাইন উৎসবে ফানুস ও আতশ বাজিতে নিষেধাজ্ঞা দেওয়ার ব্যবস্থা করছি। যেন এমন উদযাপন না করে। পুরান ঢাকার বিভিন্ন কমিটির নেতাদের সঙ্গেও আমরা কথা বলব, কোনোভাবেই এ উৎসবে যেন আতশবাজি কিংবা ফানুস ওড়ানো না হয়।’
পুলিশ জানিয়েছে, ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ফানুস উড়িয়ে উৎসব উদযাপন করে সাধারণ জনগণ। ফানুসের আগুনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় ২০০টি স্থানে আগুন লাগে। পরে ভুক্তভোগীরা ফায়ার সার্ভিস ও পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন ২০ মিনিটের ব্যবধানে।
আগুনের বেশিরভাগই ঘটেছে আকাশে ওড়ানো ফানুস থেকে। আর কয়েকটি জায়গায় আতশবাজির কারণে আগুন ধরে যায়। যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে। অনেকের বাসাবাড়ির মূল্যবান মালামাল কিংবা জিনিসপত্র পুড়ে গেলে ক্ষতিগ্রস্ত হন।
অনেকেরই আতশবাজির বিকট শব্দে হৃদযন্ত্র বা শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। একজন মারা যায় বলেও খবর আছে। মূলত এ বিষয়টি মাথায় রেখে এবার যেন সাকরাইন উৎসব কোনো ধরনের ফানুস কিংবা আতশবাজি ফোটানো হয়। সেজন্য পুরান ঢাকার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), এলাকার গণ্যমান্য ব্যক্তি, সরদার কিংবা কমিউনিটি পুলিশের মাধ্যমে ব্যাপকভাবে সচেতনতা তৈরি করা হচ্ছে।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: সাকরাইন সাকরাইন উৎসব sakrain
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।