দেশে এলো ফাইজারের আরও ২৩ লাখ ডোজ টিকা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২২, ০০:৪৩
করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছে ফাইজারের আরও ২৩ লাখ ডোজ টিকা। শুক্রবার (১৪ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টিকার এই চালান।
স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, 'বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে করোনার টিকাপ্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে গড়ে তোলা প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় বাংলাদেশে এসেছে ফাইজারের আরও ২৩ লাখ টিকা। রাত সাড়ে ৯টায় একটি বিশেষ বিমানে এই টিকা পৌঁছেছে। টিকা গ্রহণ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা। বিমানবন্দর থেকে এই টিকা মহাখালীর কেন্দ্রীয় আইপিআইয়ের ওয়্যার হাউজে নেওয়া হয়। শিক্ষার্থীদের দেওয়া হবে এই টিকা।'
গেল বছরের ফেব্রুয়ারিতে দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। সবমিলিয়ে এ পর্যন্ত টিকা এসেছে ২৩ কোটি ডোজ। এদিকে, প্রথম ডোজ টিকা পেয়েছেন ৮ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৬৭৭ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ কোটি ৬১ লাখ ৫৮ হাজার ৭৯০ জন। এখন পর্যন্ত ৫ লাখ ৭২ হাজার ৮৬৩ জন বুস্টার ডোজ নিয়েছেন।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: ফাইজারের টিকা ফাইজার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।