মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

জাপা পুনর্গঠনে বিদিশা এরশাদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২২, ০২:১০

জাপা পুনর্গঠনে বিদিশা এরশাদ

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ জাতীয় পার্টির ব্যানারে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ছেলে এরিক এরশাদ ও দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে সাংগঠনিক ও সামাজিক কর্মসূচীর পাশাপাশি দল পুনর্গঠনেও কাজ করে যাচ্ছেন তিনি।

জানা গেছে, চলতি মাসের শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির শুরুতে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে সারাদেশে সফর করবেন বিদিশা। এছাড়া সীমিত সাংগঠনিক কর্মসূচী শুরু করতে পারেন তিনি। কর্মসূচীর মধ্যে রয়েছে- দল পুনর্গঠন নিয়ে জেলা, উপজেলাসহ তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়, জাতীয় ইস্যুতে লংমার্চ ও গণসংযোগ কর্মসূচী।

দল পুনর্গঠন নিয়ে বিদিশা এরশাদ বলেন, 'পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ জীবিত থাকতে সারাদেশে জাতীয় পার্টি যেভাবে শক্তিশালী ছিল। সাংগঠনিক কর্মসূচীর মাধ্যমে আবারও দলকে শক্তিশালী করতে চাই। এজন্য মাঠ পর্যায়ে সাংগঠনিক কর্মসূচী দিতে যাচ্ছি। দলের দীর্ঘদিনের ত্যাগী এসব নেতা-কর্মীকে ফিরিয়ে এনে সারাদেশে জাতীয় পার্টিকে পুনর্গঠনের জন্য কাজ করে যাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ।'

জাপার যুগ্ম মহাসচিব ড. আব্দুল্লাহ আল নাসের বলেন, 'সারাদেশে জাতীয় পার্টির কয়েক হাজার নেতা-কর্মী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নেতৃত্বের অভাবে তাদের অধিকাংশই এখন নিষ্ক্রিয়। ম্যাডামের নেতৃত্বে জাতীয় পার্টি পুনর্গঠনে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছি। তবে হঠাৎ করোনা বৃদ্ধি পাওয়ায় কিছুটা চিন্তিত, কাজ করতেও কিছুটা সমস্যা হবে। তারপরও স্বাস্থ্যবিধি অনুসরণ করে যতটুকু সম্ভব আমাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবো।'

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top