৫০ বছর বয়সীরাও পাবে বুস্টার ডোজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২২, ০৪:৩৩

৫০ বছর বয়সীরাও পাবে বুস্টার ডোজ

এখন থেকে বুস্টার ডোজ পাবেন ৫০ বছর বয়সীরাও। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ।

তিনি বলেছেন, এখন থেকে বুস্টার ডোজ পাবেন ৫০ বছর বয়সীরাও। প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন, এখন থেকে ৫০ বছর বয়স থেকেই বুস্টার ডোজ দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সবাইকে মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। টিকা নিতে হবে। সরকার যে ১১ দফা গাইডলাইন দিয়েছে, তা মেনে চললে লকডাউন দেওয়ার প্রয়োজন হবে না। দেশের জন্য, জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য এই গাইডলাইন মেনে চলুন।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top