চিরনিদ্রায় শায়িত কাজী আনোয়ার হোসেন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২২, ১৩:০০
মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন 'মাসুদ রানা'র স্রষ্টা কাজী আনোয়ার হোসেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বাদ জোহর সেগুনবাগিচার কাঁচাবাজার মসজিদে কাজী আনোয়ার হোসেনের জানাজার নামাজ আদায় করা হয়। এরপর মরদেহবাহী গাড়ি যাত্রা করে বনানী গোরস্থানে। সেখানে বেলা ৩টায় তাকে মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত করা হয়।
প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন কাজী আনোয়ার হোসেন। প্রায় তিন মাস ধরে তিনি ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন। ১০ জানুয়ারি থেকে বারডেম হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। বুধবার বিকাল ৪টা ৪০ মিনিটে বারডেম হাসপাতালে মারা যান তিনি।
কাজী আনোয়ার হোসেন ‘মাসুদ রানা’ চরিত্র সৃষ্টির মধ্য দিয়ে পাঠক সমাজে সমাদৃত হন। এর আগে ‘কুয়াশা’ নামে আরেকটি জনপ্রিয় চরিত্রের সৃষ্টি করে পাঠক সমাজে সুনাম অর্জন করেন তিনি। সে সময় ‘বিদ্যুৎ মিত্র ও শামসুদ্দীন নওয়াব’ ছদ্মনামে বই লিখতেন তিনি। ‘মাসুদ রানা’ চরিত্রটি পাঠক সমাজে সমাদৃত হওয়ার পর এই সিরিজের প্রায় ৪ শতাধিক বই প্রকাশিত হয়।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: কাজী আনোয়ার মাসুদ রানা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।