শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

খাদ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২২, ১৩:৩০

খাদ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বর্তমানে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘করোনা পরীক্ষার জন্য মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে নমুনা দিয়েছিলেন খাদ্যমন্ত্রী। বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। স্যারের (মন্ত্রীর) আসলে ওই রকম কোনো লক্ষণই ছিল না। হেলিকপ্টারে করে নওগাঁয় যাওয়ার কথা ছিল। সেজন্য উনি টেস্ট করিয়েছিলেন।’

উল্লেখ্য, বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে অংশ নিয়েছিলেন খাদ্যমন্ত্রী।

এনএফ৭১/এমএ/২০২২

 

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top