পরীক্ষার আশ্বাসে নীলক্ষেত ছাড়লেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২২, ০৪:৪০

পরীক্ষার আশ্বাসে নীলক্ষেত ছাড়লেন শিক্ষার্থীরা

খুব দ্রুতই পরীক্ষা নেওয়ার আশ্বাসে রাজধানীর নীলক্ষেত মোড় থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। পরে যানচলাচল স্বাভাবিক হয়।

এর আগে, কোনও নোটিশ ছাড়াই চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নীলক্ষেত মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, ২০১৮ সালে দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ২০২২ সালে শেষ হচ্ছে। ২১ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে শনিবার (২২ জানুয়ারি) শেষ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।

শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে তাদের সঙ্গে কথা বলতে আসেন ইডেন মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খায়রুল বাসারসহ বেশ কয়েকজন শিক্ষক।

এসময় শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অসমাপ্ত পরীক্ষাটি দ্রুত নেওয়ার আশ্বাস দেন এবং জনভোগান্তি বিবেচনায় অবরোধ তুলে নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান৷ পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top