সংসদের মুলতবি বৈঠক শুরু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২২, ০০:৪০
পাঁচদিন বিরতির পর সংসদের মুলতবি অধিবেশন শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
রবিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত বিল বা খসড়া আইনটি সংসদে উত্থাপন করা হয়।
আইনমন্ত্রী আনিসুল হক আইনটি উত্থাপনের পর এটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হবে। সংসদের ওয়েবসাইটে দেওয়া রবিবারের অধিবেশনের কার্যসূচি থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ১৭ জানুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: সংসদ মুলতবি বৈঠক parliament
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।