শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

দেশে একদিনে করোনায় মৃত্যু ২০, শনাক্ত ১৫৪৪০ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২২, ০৭:০৭

দেশে একদিনে করোনায় মৃত্যু ২০, শনাক্ত ১৫৪৪০ জন

দেশে ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত‌্যু হয়েছে আরও ২০ জনের। মারা যাওয়াদের মধ্যে ৮ জন পুরুষ ও ১২ জন নারী। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৩০৮ জন।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪০ জনের দেহে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৩২৬ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৬২ হাজার ৩৬৯ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ২৭ শতাংশ। সুস্থতার হার ৮৮ দশমিক ৬৩ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ।

এনএফ৭১/এমএ/২০২২



বিষয়: করোনা covid


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top