শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

পাহাড়ের নিরাপত্তায় শিগগিরই পুলিশ মোতায়েন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২২, ০২:১৯

পাহাড়ের নিরাপত্তায় শিগগিরই পুলিশ মোতায়েন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাহাড়ে সার্বিক আইন-শৃঙ্খলার জন্য শিগগিরই পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (৫ জানুয়ারি) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সরস্বতী পূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

‘সেনাবাহিনীর উপর হামলার ঘটনা মাঝেমধ্যেই হয়ে থাকে’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি এর ভেতরেও অনেক ধরনের ষড়যন্ত্র এখানে কাজ করে।’

তিনি জানান, শিগগিরই পার্বত্য তিন জেলায় পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। যেখানে আর্মি ক্যাম্প রয়েছে, সেখানে পুলিশ বাহিনী সদস্যদের সার্বিক আইন-শৃঙ্খলা জন্য পাঠানো হবে খুব শিগগরই।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top