আজ থেকে কওমি মাদরাসার শিক্ষার্থীদের টিকাদান শুরু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২২, ০০:২০
রাজধানীর মিরপুরের একটি মহিলা মাদরাসার শিক্ষার্থীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে শুরু হলো দেশের কওমি শিক্ষার্থীদের টিকাদান। প্রাথমিকভাবে দেশের বাদ পড়া বিভিন্ন শ্রেণির ১ কোটি ২১ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তাদের মধ্যে সারা দেশের ৩০ লাখ কওমি মাদরাসার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।
রবিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকা সিভিল সার্জনের উপস্থিতিতে কওমি মাদরাসার শিক্ষার্থীদের এ টিকাদান শুরু হয়। প্রথম দিন টিকা দেওয়া হবে ১ হাজার ২০০ শিক্ষার্থীকে। জানা গেছে, ঢাকাসহ দেশের কওমি মাদরাসায় টিকা কেন্দ্র করা হয়েছে। মাদরাসা কর্তৃপক্ষের তালিকা অনুযায়ী এই টিকা দেবে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের দেওয়া হবে ফাইজারের টিকা।
জাতীয় কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের শিক্ষা পরিচালক মাওলানা সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেন, 'আমাদের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হচ্ছে। ঢাকার পাশাপাশি সারা দেশেই রবিবার টিকা আরম্ভ হচ্ছে। ৩০০ মাদরাসার টিকা কেন্দ্রে টিকা দেওয়া শুরু হবে।'
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।