রোহিঙ্গা ও স্থানীয়দের ৯ মিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২২, ০৩:১২

রোহিঙ্গা ও স্থানীয়দের ৯ মিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনার জন্য ৯ মিলিয়ন (৭৭ কোটি ৪৩ লাখ) মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার জাপান দূতাবাস এ তথ্য জানিয়েছে।

কক্সবাজার, ঈশ্বরদী ও পটুয়াখালী জেলায় কাজ করতে ডাব্লিউএফপিকে প্রায় ৪.৫৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়া হবে। অবকাঠামো উন্নয়ন ও গ্রামীণ কৃষকদের সঙ্গে বাজারের ব্যবস্থাপনা জোরদার করতে মূলত এই সহায়তা করা হচ্ছে।

এছাড়া আইওএমকে প্রায় ৪.৪৭ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির ও স্থানীয় সম্প্রদায়ের জন্য নলকূপ স্থাপন, আশ্রয়কেন্দ্র নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম, চিকিৎসা সুবিধা ও ল্যাট্রিনগুলোর রক্ষণাবেক্ষণে এ টাকা ব্যয় করা হবে।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top