বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

দেশে একদিনে করোনায় মৃত্যু ৪৩ জনের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২২, ০৫:৩৫

দেশে একদিনে করোনায় মৃত্যু ৪৩ জনের

২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত‌্যু হয়েছে আরও ৪৩ জনের। মারা যাওয়াদের মধ্যে ২৬ জন পুরুষ ও ১৭ জন নারী। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৬৭০ জন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৫৪ জনের দেহে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ১০ হাজার ৮০০ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৬ লাখ ২২ হাজার ৮৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৮৭৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪১ হাজার ৬৯৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ০৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৭ শতাংশ।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top