বইমেলা-২০২২

বইমেলার সময় বাড়ানো হয়েছে এক ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২২, ০৩:১৮

বইমেলার সময় বাড়ানো হয়েছে এক ঘণ্টা

১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২২। এবারের বইমেলায় প্রতিদিন এক ঘণ্টা সময় বাড়ানো হয়েছে। এর আগের বছরগুলোতে বইমেলা শুরু হত বেলা তিনটায়। তবে এবার বইমেলা এক ঘণ্টা আগে দুপুর দুইটা থেকে শুরু হবে। মেলা চলবে রাত ৯টা পর্যন্ত।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এ তথ্য জানিয়েছেন। বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে বইমেলা পরিচালনা কমিটির তৃতীয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, শুক্র ও শনিবার বইমেলা শুরু হবে বেলা ১১টা থেকে।

উল্লেখ্য, প্রত্যেক বছর ১ ফ্রেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হয়। তবে এবার করোনা ভাইরাসজনিত কারণে মেলার সময় পেছানো হয়েছে। মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top