দেশে একদিনে করোনাভাইরাসে মৃত্যু ৩৩ জনের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২২, ০৬:২৩

দেশে একদিনে করোনাভাইরাসে মৃত্যু ৩৩ জনের

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৩ জনের। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ১৬ জনের। ২৪ ঘণ্টায় করোনা থেকে ১০ হাজার ৭২৫ জন রোগী সুস্থ হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭০৩ জনে। সেই সাথে করোনায় আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জন। নতুন করে মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২৪ ও নারী ৯ জন রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৫, চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৪, খুলনায় ২, বরিশালে ১, সিলেটে ২, রংপুরে ১ এবং ময়মনসিংহ বিভাগে ২ জনের মৃত্যু হয়। এছাড়া এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৩৩ হাজার ৫৮২ জনে।

এদিকে ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৭১টি ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ করা হয় ৪২ হাজার ৭৮৪টি। এসময় পরীক্ষা করা হয় ৪২ হাজার ৫৬৪টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ২৮ লাখ ৫৫ হাজার ১৪২টি।


এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top