শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

সন্ধ্যা রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে বিদায়ী ইসি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২২, ০১:২৯

সন্ধ্যা রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে বিদায়ী ইসি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে যাচ্ছে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন। রবিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে এ সাক্ষাৎ।

এদিন বিকেল ৪টায় সিইসির নেতৃত্বে অন্য চার কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী বঙ্গভবনে যাবেন। এ বিষয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, আমরা আজ সন্ধ্যায় মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করব। সৌজন্য সাক্ষাৎ বলা হলেও বস্তুত এটা বিদায়ী সাক্ষাৎ।

এর আগে, সকালে রাজধানীর একটি হোটেলে বীর মুক্তিযোদ্ধাদের ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট এনআইডি কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ কর্মসূচি উদ্বোধন করবে বিদায়ী ইসি। এটিই হবে বর্তমান ইসির শেষ কর্মসূচি।

এনেফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top