অমর একুশে বইমেলা ২০২২

সময় কম পাওয়ায় শেষ হয়নি বইমেলার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২২, ০৫:৪৭

সময় কম পাওয়ায় শেষ হয়নি বইমেলার প্রস্তুতি

আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা-২০২২। বিকেল ৩টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে মেলার স্টলগুলোর কাজ এখনো শেষ হয়নি পুরোপুরি। কোনোটার কাজ মাঝামাঝি, কোনোটার কাজ প্রায় শেষের দিকে। কিছু স্টলে চলছে বই গুছানোর কাজ।

মেলা আয়োজনে শঙ্কা তৈরির পর আয়োজনে সময় কম পাওয়ায় প্রস্তুতি শেষ হয়নি বলে জানিয়েছেন বইমেলায় স্থান পাওয়া প্যাভিলিয়নের কর্মকর্তারা। তবে সব কাজ আজ-কালের মধ্যেই শেষ হবে বলেও জানান তারা। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বইমেলায় গিয়ে দেখা গেছে এ দৃশ্য।

বইমেলায় স্থান পাওয়া অনন্যা প্রকাশের মো. জয়নাল আবেদিন বলেন, সময় কম পেয়েছি। এর মধ্যেই চেষ্টা করছি সব প্রস্তুতি নিতে। বই সাজানোর কাজ ছাড়া বাকি সব কাজই সম্পন্ন করেছি আমরা। আশা করি উদ্বোধনের পর বিকেল থেকেই বই বিক্রি শুরু করতে পারব। এদিকে, অন্বেষা প্রকাশ স্টলের ব্যবস্থাপক মো. নাদিম হোসেন বলেন, কাজ আজ শেষের দিকে রয়েছে। বই কিছু বাকি রয়েছে। মেলা পরে শুরু হয়েছে, অনেকে জানে না। মেলায় জায়গা বাড়ানো হয়েছে। ১ তারিখ থেকে হলে আরও ভালো হতো।

মেলা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে করোনা পরিস্থিতির উন্নতি হলে বাড়তে পারে মেলার সময়। এবার বইমেলা ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে রাত ৮টার পর নতুন করে কেউ মেলায় প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। এছাড়া ২১ ফেব্রুয়ারি মেলা শুরু হবে সকাল ৮টায়, চলবে রাত ৯টা পর্যন্ত।


এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top