শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বৈঠক রাতে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২২, ০৫:১৮

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বৈঠক রাতে

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। বর্তমানে সংক্রমণ কমে আসায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী দীপু মনিসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্তাব্যক্তিরা।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী গণমাধ্যমকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আজ রাতেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে কিনা, সেটি এখনই বলা যাচ্ছে না। আজ রাতে করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে সভা আছে। সেখানে এটি নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত মাসে আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। গত ২১ জানুয়ারি এই ছুটি শুরু হয়। প্রথম দফায় এই ছুটি শেষ হওয়ার কথা ছিল ৬ ফেব্রুয়ারি। কিন্তু পরে তা আবার বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top