দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিদর্শন করলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২২, ১৪:০২

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিদর্শন করলেন সেনাপ্রধান

দক্ষিন সুদানে সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি ১৯ ও ২০ ফেব্রুয়ারি ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান ফোর্স হেডকোয়ার্টারস্ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সকল বাংলাদেশ কন্টিনজেন্ট পরিদর্শন করেন।

সেনাপ্রধান বিদেশের মাটিতে দেশের সুনামকে সমুন্নত রাখতে পেশাদারিত্বের সাথে ও নিরলসভাবে কাজ করে যাবার জন্য সকল বাংলাদেশী শান্তিরক্ষীদের নির্দেশনা প্রদান করেন।

রবিবার (২০ ফেব্রুয়ারি) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার (১৯ ফেব্রুয়ারি ২০২২) রাজধানী জুবাতে বাংলাদেশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন কোম্পানি-২১ এবং বাংলাদেশ রিজিওনাল প্রোটেকশন ফোর্স-৫ পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান। এসময় মিশন এলাকার সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশী শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন বাংলাদেশ কান্ট্রি সিনিয়র এবং কন্টিনজেন্ট কমান্ডারগণ। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান সকল পদবীর জন্য আয়োজিত দরবারে বাংলাদেশী শান্তিরক্ষীদের প্রতি তার দিকনির্দেশনা প্রদান এবং মতবিনিময় করেন। তিনি দক্ষিণ সুদানে শত প্রতিকূলতার মাঝেও সুনামের সাথে কাজ করে যাওয়ায় সকলকে আন্তরিক অভিনন্দন জানান।

বাংলাদেশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন কোম্পানি ফোর্স হেডকোয়ার্টারস্ পরিদর্শনকালে সেখানে ভারপ্রাপ্ত ফোর্স কমান্ডার মেজর জেনারেল মাইন উল্লাহ চৌধুরী এবং বিভিন্ন দেশের মিলিটারি স্টাফ অফিসারদের উপস্থিতিতে ফোর্স চিফ অব স্টাফ এবং চিফ মিলিটারি অবজারভার সেনাবাহিনী প্রধানকে মিশন সম্পর্কে ব্রিফিং প্রদান করেন। ব্রিফিং শেষে তিনি ফোর্স হেডকোয়ার্টারস্ ঘুরে দেখেন এবং বিভিন্ন দেশের মিলিটারি স্টাফ অফিসারদের সাথে কুশল বিনিময় করেন।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top