টিসিবির কার্যক্রম বাড়লো আরও চারদিন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২২, ০৩:২৫
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম বাড়িয়েছে চার দিন। ইতিমধ্যে এই কার্যক্রম সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চাহিদা মেটাতে কিছুটা সক্ষম হয়েছে।
২৬ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত এ কার্যক্রম চলার কথা নিশ্চিত করে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানান, চলতি অর্থবছরে অষ্টম দফার বিক্রি কার্যক্রম আজ (মঙ্গলবার) শেষ হওয়ার কথা ছিল। তবে চলতি মাসের পণ্য বিক্রি কার্যক্রম ৪ দিন বাড়িয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।
এর আগে ২৭ জানুয়ারি টিসিবির ট্রাকে বিক্রি কার্যক্রম বন্ধ হয়। এর পর অষ্টম বারের মতো বিক্রি কার্যক্রম শুরু হয় ৩ ফেব্রুয়ারি।
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।