বিকেলে বৈঠকে বসছে সার্চ কমিটি
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২২, ০৩:৪১
নির্বাচন কমিশন গঠনে ১০ জনের নাম চূড়ান্ত করতে বিকেলে বৈঠকে বসছে সার্চ (অনুসন্ধান) কমিটি। সার্চ কমিটির এই বৈঠক সর্বশেষ বৈঠকে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, রোববার বৈঠকে বসে প্রাথমিকভাবে তৈরি করা ২০ জনের নামের তালিকা থেকে ১২ থেকে ১৩ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্বে বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
২০ ফেব্রুয়ারি বৈঠক শেষে বিচারপতি ওবায়দুল হাসান বলেছিলেন, নির্বাচন কমিশন আইনের আওতায় সার্চ কমিটি হওয়ার পর ছয়টি মিটিং করেছি। আরেকটি মিটিং বাকি আছে। ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় সপ্তম মিটিং করার মধ্য দিয়ে আপাতত কাজ শেষ করতে পারব।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: সার্চ কমিটি নির্বাচন কমিশন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।