খাগড়াছড়িতে নারী পুলিশ ব্যারাক উদ্বোধন করেছেন আইজিপি
খাগড়াছড়ি থেকে | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২২, ০৬:০৭
খাগড়াছড়িতে নারী পুলিশ ব্যারাকের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে নারী ব্যারাকের উদ্বোধন ও ছয় তলা বিশিষ্ট পুরুষ ব্যারাকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
এর পরপরই খাগড়াছড়ি পুলিশ লাইন্স থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ি, মানিকছড়ি থানা ও লক্ষ্মীছড়ি থানা ভবনের উদ্বোধন করেন তিনি।
পরে খাগড়াছড়ি জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শুরু করেন আইজিপি। সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা পুলিশ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর পার্বত্য জেলা খাগড়াছড়িতে এটাই তার প্রথম সফর।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।