বইমেলায় টুকটুকি, হালুম, সিকু, ইকলিদের সাথে শিশুরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২২, ০৬:০৮

বইমেলায় টুকটুকি, হালুম, সিকু, ইকলিদের সাথে শিশুরা

বইমেলায় সিসিমপুরে মেতে উঠেছে শিশুরা। টুকটুকি, হালুম, সিকু, ইকলিদের সঙ্গে নেচে-গেয়ে আনন্দ করে তারা।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় অমর একুশে বইমেলার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শিশু কর্নারে অস্থায়ী মঞ্চ তৈরি করে সেখানে মঞ্চস্থ হয় সিসিমপুর। আধা ঘণ্টার এই অনুষ্ঠানে উপস্থিত ছিল প্রায় শতাধিক শিশু। এসময় মঞ্চের চারপাশে অভিভাবকরা অবস্থান করে। আর শিশুরা সিসিমপুর উপভোগ করে নেচে-গেয়ে।

বইয়ের প্রতি শিশুদের আগ্রহ সৃষ্টিতে প্রতি বছর মেলায় শুক্র ও শনিবার পালিত হয় শিশুপ্রহর। করোনার কারণে এবারের মেলা দেরিতে হওয়ায় শিশুপ্রহরও মেলা শুরুর এক সপ্তাহ পর রাখা হয়। শিশুদের বিনোদনের জন্য রাখা হয় সিসিমপুর। দুপুর সাড়ে ৩টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ করা হবে সিসিমপুর।


এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top