ইউক্রেন-রাশিয়া যুদ্ধে আটকা পড়েছে বাংলাদেশের দুই জাহাজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২২, ০৫:২২

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে আটকা পড়েছে বাংলাদেশের দুই জাহাজ

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের কারণে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) দুটি জাহাজ। জাহাজ দুটি হচ্ছে- এম টি বাংলার অগ্রদূত এবং এম ভি বাংলার সমৃদ্ধি। এর মধ্যে এম ভি বাংলার সমৃদ্ধি ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকা পড়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

তবে এম টি বাংলার অগ্রদূত রাশিয়া নাকি ইউক্রেনের বন্দরে আটকা পড়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। জাহাজ দুটিতে অর্ধশতাধিক নাবিক রয়েছেন বলে বিএসসি সূত্র জানায়। তারা সেখানে বেশ আতঙ্কিত অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিএসসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর দুটি জাহাজ আটকা পড়েছে। এর মধ্যে একটি ইউক্রেনের বন্দরে এবং আরেকটির অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। জাহাজ দুটিতে থাকা নাবিকদের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। তারা নিরাপদে রয়েছেন। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি তদারকি করছেন।’

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top