‘টিকার আওতায় দেশের ৭৩ শতাংশ মানুষ’ : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২২, ০৫:৩২

‘টিকার আওতায় দেশের ৭৩ শতাংশ মানুষ’ : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জা‌হিদ মা‌লেক ব‌লেন, ‘একদিনে রেকর্ড এক কোটি ২০ লাখ মানুষ‌কে টিকা দিতে পে‌রে‌ছি, এটি ‌আমাদের টা‌র্গে‌টের প্রায় শ‌তভাগ।’

তিনি বলেন, ‘বিশেষ টিকা ক্যাম্পেইনের মাধ্যমে ২৬ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ১১ লাখ মানুষ‌কে। সবমিলিয়ে দেশের মোট জনসংখ্যার ৭৩ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হয়েছে।’

রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চিকিৎসকদের সংবর্ধনা এবং অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতি‌থির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার টার্গেট প্রায় শতভাগ পূরণ করতে পেরেছি। সাধারণ মানু‌ষের আগ্রহের কার‌ণে টিকা কর্মসূচির সময়সীমা আরও দুদিন বাড়ানো হয়েছে।’

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top