কর্মস্থলে যোগ দিলেন নতুন নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ মার্চ ২০২২, ০০:৪৬

কর্মস্থলে যোগ দিলেন নতুন নির্বাচন কমিশন

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কর্মস্থলে যোগ দিলেন নবনিয়োগপ্রাপ্ত সিইসি কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ পুরো কমিশনকে বরণ করে নিয়েছেন কর্মকর্তারা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) ১০টার দিকে ইসি সচিবালয়ে গেলে সচিবসহ সব কর্মকর্তা নির্বাচন ভবনের নিচে নবনিয়োগপ্রাপ্ত পুরো কমিশনকে ফুল দিয়ে বরণ করে নেন। নির্বাচন কমিশনাররা নির্বাচন ভবনে গিয়ে প্রথমে সকল কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। তারপর নিজ নিজ দপ্তরে প্রবেশ করেন। এর মধ্য দিয়ে ১৩ দিন পর আবারও কর্মচঞ্চলতা ফিরে এলো ইসিতে।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রথম বৈঠকের মাধ্যমে কাজ শুরু করছে নতুন নির্বাচন কমিশন। এই কমিশন আগামী পাঁচ বছর দেশের জাতীয় ও স্থানীয় পর্যায়ের সব নির্বাচন পরিচালনা করবে। এর আগে রবিবার, সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী পাঁচজনকে শপথবাক্য পাঠ করান।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top